মাগুরা জেলাধীন বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা পন্যাগারের নিরাপত্তায় মোতায়েনকৃত অঙ্গীভূত ভিডিপি সদস্যদের অঙ্গীভূতির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তীতে অঙ্গীভূতির জন্য প্যানেল প্রস্তুত করা হবে। উক্ত প্যানেলে অন্তর্ভুক্তির লক্ষ্যে নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত (পুরুষ) সদস্য বাছাই করা হবে। বাছাইয়ে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বাছাইয়ের স্থান:- জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা।
বাছাইয়ের তারিখ:- ২2/১২/২০২4 খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
যোগ্যতাঃ-
ক) বয়স ১৮ হতে ৫০
খ) ২১ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
গ) ন্যূনতম ৮ম শ্রেণী পাস (তদূর্ধ্বরা অগ্রাধিকার পাবে)।
ঘ) উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)
ঙ) বুকের মাপ ৩১/৩২ ইঞ্চি ।
চ) দৃষ্টি শক্তি ৬/৬
ছ) স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে।
জ) মাগুরা জেলার স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে।
বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ-
ক) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
খ) জাতীয় পরিচয়পত্র
গ) চারিত্রিক ও নাগরিকত্ব সনদ (সংশ্লিষ্ট চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা পৌর কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত)।
ঘ) সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ভিডিও
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস