Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা জেলা।

 

 

কার্যালয়ের নাম:- জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরা।

 

অবস্থান:- মাগুরা জেলা সদরের নোমানী ময়দানের উত্তর পাশে ১.০৭ একর জমির উপর অবস্থিত জেলার প্রধান কার্যালয়।

 

কর্মকর্তা ও কর্মচারী:- 

জেলা কমান্ড্যান্ট ০১ জন,

সহকারী জেলা কমান্ড্যান্ট ০১ জন

 সার্কেল অ্যাডজুট্যান্ট ০১ জন।

 

উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ০১ জন

অফিস সহকারী ০১ জন

গাড়ি চালক ০১ জন

অফিস সহায়ক ০১ জন

নিরাপত্তা প্রহরী ০১ জন

 

উল্লেখযোগ্য কার্যক্রম:-

নিয়মিত কাযর্ক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান এবং জেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদানের জন্য চাহিদার ভিত্তিতে জনবল মোতায়েন। নির্বাচন, পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তায় জনবল মোতায়েন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে মোবাইল কোর্টে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন।

 

মাঠ প্রশাসন:-

উপজেলা কার্যালয়:- ০৪ টি, (মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা)

উপজেলা আনসার কোম্পানী:- ০৪ টি জনবল (পুরুষ) ০৪×১১৫=৪৬০

উপজেলা আনসার প্লাটুন  (মহিলা):- ০৪ টি জনবল (মহিলা) ৩২×৪=১২৮

ইউনিয়ন দলনেতা:- প্রতিটি ইউনিয়নে ০১ জন করে।

ইউনিয়ন দলনেত্রী:- প্রতিটি ইউনিয়নে ০১ জন করে।

ওয়ার্ড দলনেতা:- পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ০১ জন করে।

ওয়ার্ড দলনেত্রী:- পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ০১ জন করে।

গ্রাম ভিত্তিক ভিডিপি’র সংখ্যা:- প্রত্যেক গ্রামে এক প্লাটুন করে= ৩২ জন (১৬ জন পুরুষ + ১৬ জন মহিলা)